ডেলিভারি ও ক্যানসেল
ডেলিভারি
১. সাধারণ ডেলিভারি: ঢাকা সিটিতে সাধারণ ডেলিভারির সময় ১-৩ কার্যদিবস। ঢাকা সিটির বাহিরে সাধারণ ডেলিভারির সময় ১-৫ কার্যদিবস। ডেলিভারির কার্যদিবস গণনা করা হবে বিকেল ৪টা থেকে। অর্থাৎ ডেলিভারির ১ কার্যদিবস বিকেল ৪টা থেকে পরদিন বিকেল ৪টা পর্যন্ত।
২. এক্সপ্রেস ডেলিভারি: এক্সপ্রেস ডেলিভারি সার্ভিসটি শুধু ঢাকা সিটির জন্য প্রযোজ্য। এক্সপ্রেস ডেলিভারি সার্ভিস ব্যবহার করে বেলা ১২ টার মধ্যে অর্ডার করে ঐ দিন রাত ৮ টার মধ্যে ডেলিভারি পেতে পারেন। তবে বিশেষ কারণে এক্সপ্রেস ডেলিভারি পেতে রাত ১২ টা পর্যন্ত সময় লাগতে পারে। কোন বিশেষ কারণে অর্ডারকৃত দিনে পার্সেল ডেলিভারি দেওয়া সম্ভব না হলে সেটি পরদিন ডেলিভারি দেওয়া হবে এবং রেগুলার ডেলিভারি চার্জ প্রযোজ্য হবে।
৩. ডেলিভারি চার্জ: রেগুলার ডেলিভারির ক্ষেত্রে ঢাকা সিটিতে ডেলিভারি চার্জ মাত্র ৫০ টাকা এবং ঢাকা সিটির বাহিরে ডেলিভারি চার্জ মাত্র ১০০ টাকা। এক্সপ্রেস ডেলিভারির ক্ষেত্রে ঢাকা সিটিতে ডেলিভারি চার্জ ১০০ টাকা। প্রমোশনাল উদ্দেশ্যে বিভিন্ন সময় ভেনাস সাধারণ ডেলিভারির বা এক্সপ্রেস ডেলিভারি চার্জে বিশেষ ছাড় দিতে পারে।
ক্যানসেল
১. প্রোডাক্ট ডেলিভারির উদ্দেশ্যে কুরিয়ার সার্ভিসের কাছে হস্তান্তরের পূর্বে কাস্টমার যেকোনো সময় প্রোডাক্ট ক্যানসেল করতে পারবেন।
২. উল্লেখ্য ডেলিভারির সময়সীমা অতিক্রান্ত হয়ে গেলে ডেলিভারি চার্জ প্রদান করা ছাড়াই কাস্টমার তার অর্ডার ক্যানসেল করে দিতে পারবেন।
৩. প্রোডাক্ট কুরিয়ার সার্ভিসের কাছে পৌঁছানোর পর অর্ডার ক্যানসেল করতে চাইলে কাস্টমারকে ডেলিভারি চার্জ প্রদান করে অর্ডার ক্যানসেল করতে হবে।
যোগাযোগ করুন
ডেলিভারি বা ক্যানসেল সংক্রান্ত কোনো প্রশ্ন বা সহায়তার জন্য আমাদের সাথে যোগাযোগ করুন: ই-মেইল support@venus.com.bd বা ফোন ০১৮৬৩৩৩৩৩৩৩
Delivery and cancellation
Delivery
1. Standard Delivery: In Dhaka city, standard delivery takes 1-3 working days. Outside Dhaka city, standard delivery takes 1-5 working days. Working days for delivery are calculated from 4:00 PM. For example, 1 working day for delivery is from 4:00 PM to 4:00 PM the next day.
2. Express Delivery: Express delivery service is only applicable for Dhaka city. By using the express delivery service, orders placed before 12:00 PM can be delivered by 8:00 PM on the same day. However, in special cases, express delivery may take until 12:00 AM. If, for any special reason, the parcel cannot be delivered on the ordered day, it will be delivered the next day, and regular delivery charges will apply.
3. Delivery Charges: For regular delivery, the charge is 50 taka within Dhaka city and 100 taka outside Dhaka city. For express delivery, the charge is 100 taka within Dhaka city. For promotional purposes, Venus may offer special discounts on standard or express delivery charges at various times.
Cancellation
1. Customers can cancel their order at any time before the product is handed over to the courier service for delivery.
2. If the specified delivery timeframe is exceeded, customers can cancel their order without paying any delivery charges.
3. If the product has already been handed over to the courier service, the customer must pay the delivery charges to cancel the order.
Contact Us
For any questions or assistance regarding delivery and cancellation, please contact us at:
Email: support@venus.com.bd
Phone: 01863333333